মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে

গণহত্যা দিবসের সভায় বিভাগীয় কমিশনার

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৬ মার্চ, ২০২৫ at ৬:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন বলেছেন, মুক্তিযোদ্ধারা আমাদের শ্রেষ্ঠ সন্তানএটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস কখনও ম্লান হবে না। মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। গতকাল সকাল ১১টায় জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির, জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান। সভায় মুক্তিযোদ্ধাবৃন্দরা গণহত্যা দিবসের স্মৃতিচারণ করেন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় বিএনপির ঐক্যবদ্ধ রাজনীতির ঘোষণা, নেতারা এক মঞ্চে
পরবর্তী নিবন্ধএবারও ভোগান্তিহীন ঈদযাত্রার আশা দক্ষিণ চট্টগ্রামবাসীর