মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে একটি বাংলা মদ তৈরির কারখানায় গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ১০ হাজার লিটার চোলাই মদসহ ২ জনকে আটক করেছে র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে সাগর পাড়ে তারা একটি বাংলা মদ তৈরির কারখানা পায়। সেখান থেকে প্রায় ১০ হাজার লিটার চোলাই মদ এবং মদ তৈরির বিভিন্ন উপকরণগুলো জব্দ করেন। এ ঘটনায় জড়িত মর্মে ২ জনকে আটক করলেও আরো কয়েকজন পালিয়ে যায়। তাদেরকেও আটক করার চেষ্টা চলছে। এখানে উৎপাদিত মদ স্থানীয় এলাকায় এবং চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাচার করা হতো। এছাড়া অর্থনৈতিক অঞ্চলে কর্মরত বিভিন্ন কারখানার শ্রমিকদের কাছেও বিক্রি করা হতো। অভিযান শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।