মীরসরাইয়ে প্রাইভেট কারের ধাক্কায় সানা উল্লাহ্ (৬০) নামের এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ওইদিন রাত সাড়ে ৯ টায় তিনি চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি মস্তাননগর ইসলামিয়া রহমানিয়া ফাজিল মাদরাসার সহকারী সিনিয়র শিক্ষক।
জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম শরফুদ্দিন বলেন, দুর্ঘটনার শিকার শিক্ষক সানা উল্লাহ মাগরিবের নামাজ পড়ার জন্য মহাসড়কের পূর্বপাশ থেকে পশ্চিম পাশে মাদরাসার মসজিদে আসছিলেন। এ সময় চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। প্রাইভেট কারের চালক তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আমরা প্রাইভেট কারটি আটক করে থানায় রেখেছি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।