মীরসরাই উপজেলার আয়ত্তাধীন জোরারগঞ্জ থানার আজামনগর এলাকায় অভিযান চালিয়ে ১৩ বছরের এতিম শিশু ধর্ষণকারী মুরাদকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব-৭। গতকাল শুক্রবার দুপুর ১টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি মো. মুরাদ জোরারগঞ্জ থানাধীন দক্ষিণ আজমনগর এলাকার মৃত জিয়াউর রহমানের পুত্র।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল জানান, গত ২ জানুয়ারি বিকালে জোরারগঞ্জ থানাধীন আজমনগর এলাকায় খালার কাছে লালন পালন করা ১৩ বছরের এক এতিম শিশুকে ধর্ষণ করা হয়। ভিকটিমের খালা তাকে বাড়ীতে রেখে এক আত্মীয়ের বাড়ীতে বেড়াতে গেলে সেই সুযোগে ভিকটিমকে বাড়িতে একা পেয়ে রশি দিয়ে বেঁধে মুরাদ জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিমের খালা বাড়িতে আসলে ভিকটিম কান্না করে তাকে জানায় মুরাদ তাকে ধর্ষণ করেছে। উক্ত ঘটনায় ভিকটিমের খালা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা করেছিলেন। অবশেষে র্যাবের হস্তক্ষেপে উক্ত অপরাধি গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসীর জনমনে স্বস্তি ফিরে এসেছে।