মীরসরাইয়ে রক্তের গ্রুপ নির্ণয় ও পাঠাগার উদ্বোধন

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ১৭ অক্টোবর, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

মীরসরাইয়ের জোরারগঞ্জ দেওয়ানপুর রাধাকৃষ্ণ সেবাশ্রম কমিটির উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার ‘রক্তের বন্ধনে মীরসরাই’র সহযোগিতায় প্রায় ৬শ’ জনকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। মন্দির কমিটির সভাপতি বাবুল সেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিব মজুমদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। উদ্বোধক ছিলেন ট্রাস্টি উত্তম কুমার শর্মা। প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ স্বপন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ডা. সুমন ঘোষ, বিপুল দত্ত, শ্যামল দেওয়ানজী, সুভাষ সরকার, অধ্যাপক কানু কুমার দে, বিষ্ণুপদ পালিত, শিক্ষক নিতাই চন্দ্র দাশ, গোপী কুমার দাশ, প্রভাষক শিমুল ভৌমিক, সুজন দাশ, অমিতাভ দাশ, সুমন নাথ, রাহুল দাশ, জুয়েল বৈদ্য প্রমুখ। প্রধান অতিথি বিদ্যাসাগর পাঠাগার উদ্বোধন করেন। তিনি বলেন, বই জনগণের প্রতীক। প্রতিটি জাতি গঠনের জন্য যেমন অবকাঠামোতে উন্নয়নের দরকার আছে তেমনি ঐ জাতির মানসিকতা গঠনের জন্য দরকার পাঠাগার।

পূর্ববর্তী নিবন্ধসাহিত্যচর্চা অসাম্প্রদায়িক সমাজ গঠনে মানুষকে অনুপ্রাণিত করে
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান