মীরসরাইয়ে মাস্ক না পরায় জরিমানা, মাস্ক উপহার

ভ্রাম্যমাণ আদালত

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ জুলাই, ২০২১ at ৪:১৯ অপরাহ্ণ

লকডাউন অমান্য করা ও জরুরি প্রয়োজনে হাট-বাজারে বের হয়ে স্বাস্থ্যবিধি মেনে না চলার দায়ে মীরসরাই উপজেলার বিভিন্ন হাটবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ১০টা থেকে উপজেলার আবু তোরাব, মিঠাছড়া বাজার, বামনসুন্দর ও সুফিয়া বাজারে উক্ত আদালত পরিচালনা করা হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমা, মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এসময় হ্যান্ড মাইক দিয়ে হাট-বাজারে অহেতুক ঘুরে না বেড়াতে কিংবা বা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে বলা হয়।
ভ্রাম্যমাণ আদালতের দু’টি টিম ১৭ জনকে ১ হাজার ৮৮০ টাকা জরিমানা করে।
এসময় মাস্ক পরিধান না করা অবস্থায় যাকে যেখানেই পাওয়া যায় তাকে জরিমানা করে সাথে সাথে প্রশাসনের পক্ষ থেকে একটি করে মাস্কও উপহার দেয়া হয়।
জরুরি খাবার বা ঔষধের দোকানেও ৩ ফুট সামাজিক দূরত্ব মেনে চলতে নির্দেশনা প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনজুমিয়া হাটে ৫৬ জুয়াড়ি আটক
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে প্রবল বর্ষণে ইউএনওর বাসভবন সহ অফিস পাড়ায় পানি