মীরসরাইয়ের বাকখোলা গিরিধারী ধামে অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম নাম সংকীর্তন সম্পন্ন হয়েছে। সুকদেব গোস্বামী মহারাজ ও শ্রীমন মোহিনী বৈষ্ণবের ২৪তম সন্ন্যাস গ্রহণ তিথি উপলক্ষে দেশ ও জাতির সমৃদ্ধি কল্পে উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের পৌরহিত্য করেছেন মঠ ও মিশনের অধ্যক্ষ নীরদানন্দ গিরি। প্রেস বিজ্ঞপ্তি।