মীরসরাইয়ে বসন্ত সাহিত্য আসর

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩১ মার্চ, ২০২২ at ১০:৩৯ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে বসন্ত সাহিত্য আসর গতকাল বুধবার স্থানীয় খবরিকা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কবি শাহাদাত হোসেন লিটনের সভাপতিত্বে ও নাজমুন ফারহার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী সৈয়দ আব্দুল আলিম তুহিন। বিশেষ অতিথি ছিলেন নজরুল গবেষক নুর আল আলম, আবৃত্তিকার বিভা ইন্দু আবৃত্তি , লেখক সেলিম ইসলাম খান,কবি পুশকিন চৌধুরী, কবি হোছাইন সবুজ, আবৃত্তিকার এরিকা চৌধুরী,সাংবাদিক মাহবুব পলাশ। কামাল পাশা বাবুল, কবি তাছলিমা চৌধুরী সুরভী, সানোয়ার ইসলাম রনি, ইব্রাহিম মাহমুদ, তানজিল আরা তানজু ও তাকিবুর রহমান। বক্তাগন শত প্রতিকূলতায় ও শিল্প সাহিত্য চর্চা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধদুর্যোগ সহনশীল মডেল ইউনিয়ন হচ্ছে মহেশখালীর কালারমারছড়া
পরবর্তী নিবন্ধআজ ছনহরায় ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব উৎসব শুরু