মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ২ আগস্ট, ২০২২ at ১০:৪৪ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে খৈয়াছরা এলাকায় ট্রেনের ধাক্কায় পর্যটকবহনকারী মাইক্রোবাসের ১১ যাত্রীর নিহত হওয়ার ৩ দিন পর আবারও ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত হয়েছে। গত শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার মীরসরাই স্টেশন এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) যুবক নিহত হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা স্বীকার করে সীতাকুন্ড রেলওয়ের পুলিশ ফাঁড়ির এএসআই জহিরুল ইসলাম জানান, ঢাকা থেকে আগত মহানগর প্রভাতী আসার সময় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে। পরিচয় পেলে আইনগত ব্যবস্থার মাধ্যমে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরাউজান পৌরসভার ১৩২ কোটি ৯০ লাখ টাকার বাজেট ঘোষণা
পরবর্তী নিবন্ধ৮টার পর খোলা রাখায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা