মীরসরাইয়ে এসিবাস থেকে ২ লক্ষ টাকার গাঁজা ও ফেন্সিডিল আটক

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ জুন, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই এলাকায় গ্রীনলাইন এসিবাস থেকে গাঁজা ও ফেন্সিডিলের চালান আটক করা হয়েছে। থানার ওসি কবির হোসেন জানায় গতকাল সোমবার সকাল ৮টায় এসআই আলআমিন সঙ্গীয় ফোর্স সহ মীরসরাই পৌরসভাস্থ তারাকাটিয়া এলাকায় ঢাকা মহাসড়কে ঢাকা থেকে চট্টগ্রামগামী গ্রীনলাইন নামক যাত্রীবাহি এসি বাসে তল্লাশি করে ৭ কেজি গাঁজা, ৩০ বোতল ফেন্সিডিল সহ মো. পারভেজ উদ্দিন (৩০) ও মো. সাহাব উদ্দিন প্রকাশ সাদ্দাম (২৯) কে আটক করে। তাদের দুজনেরই বাড়ি উপজেলার করেরহাট ইউনিয়নে। এদিকে পুলিশের পৃথক আরেক অভিযানে একই দিন সকাল ১০টায় মহাসড়কের একই স্থান থেকে চট্টগ্রামগামী সিডিএম ট্রাভেল্‌স যাত্রীবাহি বাস তল্লাশি করে ৭ কেজি গাঁজা সহ রহমত উল্লাহ (১৯) নামে কক্সবাজারের এক তরুণকে আটক করা হয়। উদ্ধারকারী কর্মকর্তা এসআই জাহিদুল ইসলাম ও এসআই আলআমিন জানায় আসামীদের বিরুদ্ধে পৃথক মামলা রুজু পূর্বক আদালতে সোপর্দ্দ করা হয়েছে। ওসি কবির হোসেন আরো জানায় আটককৃত গাঁজা ও ফেনসিডিলের মূল্য প্রায় ২ লক্ষ টাকা।

পূর্ববর্তী নিবন্ধমাদক মামলায় দুজনের ১০ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে মাদক ও নগদ টাকাসহ মহিলা কারবারি আটক