মীরসরাইয়ের বাকখোলা গিরিধারী ধামে উৎসব

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ মার্চ, ২০২১ at ১০:৪১ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার সদর ইউনিয়নের বাকখোলা গিরিধারী ধামে অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম নাম সংকীর্তন সম্পন্ন হয়েছে। সুকদেব গোস্বামী মহারাজ ও মোহিনী বৈষ্ণবের ২৪তম সন্ন্যাস গ্রহণ তিথি উপলক্ষে বিশ্বশান্তি, দেশ ও জাতির সমৃদ্ধি কল্পে প্রতিবছর এই ধর্মীয় উৎসবের আয়োজন করা হয়। গতকাল বুধবার ধর্মীয় উৎসবে ছিল ব্রহ্মমুহুর্তে মহানামযজ্ঞের শুভারম্ভ, বেলা ১টায় গিরিধারীর ভোগ প্রদান ও বেলা ২টায় মহাপ্রসাদ আস্বাদন। অনুষ্ঠানের পৌরহিত্য করেন মহাচৈতন্য মঠ ও মিশনের অধ্যক্ষ নীরদানন্দ গিরি। আজ ঊষালগ্নে মহানামযজ্ঞের পূর্ণাহুতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

পূর্ববর্তী নিবন্ধকরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধভারসাম্য রক্ষায় বনের পশু-পাখির বিচরণক্ষেত্র উন্মুক্ত রাখার আহ্বান