মীরসরাইয়ের এক ওয়ার্ডে ভোটে কারচুপির অভিযোগ

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ নভেম্বর, ২০২১ at ৬:০৩ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার ১০নং মিঠানালা ইউনিয়নের ২নং ওয়ার্ড (রাজাপুর) কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ করলেন উক্ত ইউনিয়নের সাবেক মেম্বার ও এবারের নির্বাচনে টিউবওয়েল প্রতীকের প্রার্থী আব্দুল হালিম বাবু।
গতকাল সোমবার স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে আব্দুল হালিম লিখিত অভিযোগে জানান। এতে তিনি গত ১১ নভেম্বর ভোট গ্রহণের দিন কারচুপি হয়েছে বলে দাবি করেন। তিনি বলেন, ভোটের আগে ও পরে আমার কয়েকজন কর্মীকে হামলা করে আহত করে। আহতদের মধ্যে উজ্বল কান্তি শর্মা ( ৩০) ও শামীম উদ্দিন ( ৩২) অন্যতম। এই বিষয়ে তিনি উপজেলা নির্বাচন অফিসার ও মীরসরাই থানায় লিখিত অভিযোগ প্রদান করেছেন। এই বিষয়ে প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ এর দাবিও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধউপকূলীয় নদীগুলোতে রেকর্ড পরিমাণ ডিম ছেড়েছে ইলিশ
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে ৮ কোটি টাকার গাঁজা ধ্বংস