মীরসরাইয়ে দারুল কুরআন মাদ্রাসার কৃতী ছাত্র সংবর্ধনা

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ৭ ডিসেম্বর, ২০২৪ at ১০:১৮ পূর্বাহ্ণ

মীরসরাই সদরস্থ দারুল কুরআন মাদরাসার কৃতী ছাত্র সংবর্ধনা দস্তারবন্দী ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পৌরসভার পূর্ব গোভানিয়া দারুল কুরআন মাদ্রাসা প্রাঙ্গণে মাদরাসা পরিচালক মাওলানা মুহাম্মদ মাহমুদুন্নবী মারুফের সভাপতিত্বে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। মাদরাসার পরিচালক মাওলানা ইলিয়াস নাঈম ও মুহতামিম মাওলানা মুহাম্মদ ইউসুফের সঞ্চালনায় প্রথম পর্বে বক্তব্য রাখেন সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, পৌর জামায়াতের আমীর শিহাব উদ্দিন, সাংবাদিক আবু সাঈদ, ব্যবসায়ী সাইফুল ইসলাম, খোরশেদ আলম, মোহাম্মদ ইউসুফ প্রমুখ।

পরে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। রাতে দোয়া মাহফিলে মীরসরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জামিয়াতুল উলুম লালখানবাজার মাদরাসার নির্বাহী পরিচালক মুফতি হারুন ইজহার। এ সময় তিনি বলেন, আল্লাহর উপর ভরসা করে সৎ পথে চলার চেষ্টা করতে হবে। আমরা কোন কিছু কারো উপর জোর করে চাপিয়ে দিতে চাই না, কিন্তু সর্বত্র হক কথা বলতে চাই। এটা সকলের অভ্যাসে পরিণত করতে হবে। জালেমদের বিরুদ্বে কিংবা শক্তিধর ব্যক্তিকে হয়তো হারাতে পারবেন না, কিন্তু তার জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। বর্তমান সময়ের সংকট হলো ঈমানের সংকট, এটা আমলের সংকট নয়। ওলামায়ে কেরামের উচিত আকিদার এলেম অর্জন করা এবং মানুষের মাঝে পৌঁছে দেয়া।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম
পরবর্তী নিবন্ধ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড’ পেলেন রাঙামাটির সবুজ চাকমা