মিয়ানমার থেকে আসা ১০ কোটি টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি | বুধবার , ২৩ ডিসেম্বর, ২০২০ at ৫:৩৫ অপরাহ্ণ

মিয়ানমার থেকে পাচার হয়ে আসা আবারও বড় একটি ইয়াবার চালান উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে আজ বুধবার (২৩ ডিসেম্বর) গভীর রাতে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে মিয়ানমার থেকে আসা ইয়াবা বহনকারী একটি ট্রলারে তল্লাশি অভিযান পরিচালনা করে ২ লাখ, ৭০ হাজার ইয়াবার বৃহৎ চালানটি উদ্ধার করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ কোস্টগার্ড স্টেশন শাখার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, মিয়ানমার থেকে আসা বাংলাদেশ জলসীমা দিয়ে ইয়াবার বড় একটি চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের তথ্য অনুযায়ী কোস্টগার্ডের একটি দল গভীর রাতে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ বঙ্গোপসাগর এলাকায় অভিযানে গেলে একটি ট্রলারে থাকা মাদক পাচারে জড়িত অপরাধীরা কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন কোস্টগার্ড তাদের ধাওয়া করলে এক পর্যায়ে ট্রলারটি ফেলে পাচারকারীরা সাঁতার কেটে উপকুলের দিকে পালিয়ে যায়।
এরপর ট্রলারটি তল্লাশি করে ২ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
উদ্ধারকৃত এই ইয়াবাগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধফ্রান্সে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ নিহত
পরবর্তী নিবন্ধআমিরাতে লেডিস গ্রুপের বিজয় দিবস ও নবান্ন উৎসব