মিয়ানমারে সেনা ঘাঁটি দখল করল কারেন বিদ্রোহীরা

| বুধবার , ২৮ এপ্রিল, ২০২১ at ৮:০৪ পূর্বাহ্ণ

থাইল্যান্ড সীমান্তের কাছে একটি সেনা ঘাঁটি দখল করে নিয়েছে সেখানকার সংখ্যালঘু ক্যারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) বিদ্রোহীরা। দীর্ঘ সময় ধরে সেনা-বিদ্রোহী সংঘর্ষে বহু হতাহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কেএনইউ এর পররাষ্ট্র বিষয়ক প্রধান তাও নি জানিয়েছেন, ‘আমাদের বাহিনী সেনা ঘাঁটি দখল করে নিয়েছে। কতজন মারা গেছেন, কতজন আহত সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে।’ মিয়ানমার ও থাইল্যান্ডের সীমানা দিয়ে বয়ে চলা সালউইন নদীর কাছে এই ঘাঁটি ছিল। সেটাই আক্রমণ করে বিদ্রোহীরা। গ্রামবাসীরাও প্রচুর গোলাগুলির শব্দ পেয়েছেন। ক্যারেন ন্যাশনাল লিবারেশন আর্মি হলো কেএনইউর সামরিক বাহিনী। ১৯৪৯ সাল থেকে তারা মিয়ানমার সরকারের বিরুদ্ধে লড়াই করছে। তারা ক্যারেন জাতিগত সংখ্যালঘুদের জন্য স্বাধীন রাষ্ট্র চায়।
গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে সেনা শাসন চলছে। সু চিসহ বহু রাজনৈতিক নেতাকে আটক করা হয়েছে। সেনা শাসনের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে। সেনা ও পুলিশ তা কড়াহাতে দমন করছে। প্রায় সাড়ে সাতশ বিক্ষোভকারী মারা গেছেন। প্রচুর বিক্ষোভকারীকে জেলে আটকে রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজ্বর সর্দি-কাশির ভাইরাস রুখতে পারে করোনা!
পরবর্তী নিবন্ধসহায়তায় পরিত্রাণ মিলবে ভারতের?