মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্থগিত করছে নিউজিল্যান্ড

| বুধবার , ১০ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:৫৩ পূর্বাহ্ণ

নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক শাসন জারির প্রতিক্রিয়ায় মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্থগিত করার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। সেই সঙ্গে মিয়ানমারের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নিউজিল্যান্ড সফরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অডুর্ন গতকাল মঙ্গলবার এ ঘোষণা দেন। খবর বিডিনিউজের।
মিয়ানমারের সামরিক সরকার সুবিধা পেতে পারে, এমন কোনো সহায়তা কর্মসূচিও সেখানে বাস্তবায়ন করবে না নিউ জিল্যান্ড। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কঠোর বার্তা দিতে চাই। আমরা বলতে চাই, এখানে, নিউ জিল্যান্ডে বসে যা যা করা সম্ভব, তার সবই আমরা করব।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পের বিচার দ্রুত করতে সিনেট নেতাদের মতৈক্য
পরবর্তী নিবন্ধপ্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গীকার