মিয়ানমারকে যুক্তরাষ্ট্রের সতর্কতা

জনগণের ইচ্ছাকে শ্রদ্ধা দেখানোর আহ্বান জাতিসংঘ প্রধানের

আজাদী অনলাইন | সোমবার , ১ ফেব্রুয়ারি, ২০২১ at ১:৩৫ অপরাহ্ণ

মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিকে সামরিক বাহিনী গ্রেপ্তার করার খবরে দেশটিকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
আজ সোমবার (১ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকির দেওয়া বিবৃতির বরাতে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
বিবৃতিতে সাকি বলেন, “যুক্তরাষ্ট্র, মিয়ানমারের সাম্প্রতিক নির্বাচনের ফল পাল্টে দেয়ার বা গণতান্ত্রিক রূপান্তর ব্যাহত করার যেকোনো উদ্যোগের বিরোধিতা করে এবং এসব পদক্ষেপ থেকে সরে না এলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।” বিডিনিউজ
মিয়ানমারের পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, সু চি ও আটক অন্যান্য নেতাদের মুক্তি দেওয়ার জন্য মিয়ানমারের সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেছেন, “গণতন্ত্র, স্বাধীনতা, শান্তি এবং উন্নয়নের প্রতি মিয়ানমারের জনগণের যে আকাঙ্ক্ষা, তার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে। সামরিক বাহিনীর উচিত এখনি তাদের ওই পদক্ষেপ থেকে সরে আসা।”
সোমবার স্থানীয় সময় ভোররাতে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী সু চি এবং দলটির জ্যেষ্ঠ নেতাদের আটক করে জরুরি অবস্থা জারি করে দেশটির সেনাবাহিনী।
গত বছর অনুষ্ঠিত নির্বাচনকে ঘিরে মিয়ানমারের বেসামরিক সরকার ও প্রভাবশালী সামরিক বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব ও উত্তেজনার পর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ নিল।
গত বছরের সাধারণ নির্বাচনে করা ‘জালিয়াতির’ প্রতিক্রিয়ায় সরকারের জ্যেষ্ঠ নেতাদের তারা আটক করেছে বলে মিয়ানমারের সেনাবাহিনী জানিয়েছে।
এদিকে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মিয়ানমারের নেত্রী অং সান সু চি ও অন্যান্য রাজনৈতিক নেতাদের আটকের তীব্র নিন্দা জানিয়েছেন।
জাতিসংঘের মুখপাত্র স্টিভেন দুজারিক বলেছেন, “মিয়ানমারের জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা দেখাতে তিনি সামরিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।”
তিনি বলেন, “এইসব ঘটনা গণতান্ত্রিক সংস্কারের প্রতি মারাত্মক আঘাত।”

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ৬৪ রোগী শনাক্ত
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে মোটরসাইকেল ও চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ১