আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে মিষ্টি কুমড়া প্রতীক নিয়ে ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হাসান মুরাদ বিপ্লব ফিরিঙ্গী বাজারের চুড়িয়ালটুলি লেইনে গণসংযোগ করেন।
বিকাল ৪টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত এই গণসংযোগে উপস্থিত ছিলেন মো. সখির মিয়া, মো. হানিফ, আজিজুর রহমান, মো. লিটন, মো. রুবেল, নিয়াজ, আরিফ, রায়হান, সুফি রিজভী, সুলতান সম্রাট, তাসকিন, ফয়সাল, নাঈম, মাসুৃম প্রমুখ।
গণসংযোগকালে তিনি বলেন, “এলাকাবাসীর লালিত স্বপ্নের বাস্তবায়নে চলমান কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে আবারও নির্বাচিত হওয়ার ইচ্ছে প্রকাশ করছি। নির্বাচিত হলে উন্নত ও সমৃদ্ধ ওয়ার্ড গঠন করব। এলাকাবাসীর কাছে আমার আবেদন, অতীতের মতো আবারও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মিষ্টি কুমড়ায় আপনাদের কাছে ভোট চাই।”