আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে মিষ্টি কুমড়া প্রতীক নিয়ে ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হাসান মুরাদ বিপ্লব ফিরিঙ্গী বাজারের আমজাদ আলী লেইনে গণসংযোগ করেন।
বিকাল ৪টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত এই গণসংযোগে উপস্থিত ছিলেন হাজী মোক্তার আহমেদ, হাজী নাছির আহমেদ, আবদুল মাবুদ, নূরনবী, মো. আব্বাস, গোলতাজ, জমির উদ্দিন পারভেজ, নুরুল আজিম, তাজউদ্দিন, গোলনেওয়াজ, মো. আরাফাত, শওকত, মো. মিনহাজ, সেলিম।
গণসংযোগকালে হাসান মুরাদ বিপ্লব বলেন, “এলাকাবাসীর লালিত স্বপ্নের বাস্তবায়নে চলমান কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে আবারও নির্বাচিত হওয়ার ইচ্ছে প্রকাশ করছি। নির্বাচিত হলে উন্নত ও সমৃদ্ধ ওয়ার্ড গঠন করব। এলাকাবাসীর কাছে আমার আবেদন, অতীতের মতো আবারও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মিষ্টি কুমড়ায় আপনাদের কাছে ভোট চাই।”