মিশিগানের ‘স্টেট ক্যাপিটল’ ভবনে হামলা চালিয়ে গভর্নর গ্রেচেন হুইটমারকে অপহরণের পরিকল্পনা হয়েছিল, যা ভণ্ডুল করে দেওয়ার কথা জানিয়েছে এফবিআই। গ্রেপ্তার করা হয়েছে ১৩ জনকে। তাদের মধ্যে সাতজন মিশিগানের বিচ্ছিন্নতাবাদী দল ‘উলভেরিন ওয়াচম্যান’ এর সঙ্গে সংশ্লিষ্ট বলে জানায় এফবিআই। ডেমোক্র্যাটিক নেতা হুইটমারের সঙ্গে করোনাভাইরাস মহামারী নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রীতিমত কথার লড়াই চলেছে। এফবিআই জানায়, হুইটমার কে যারা অপহরণ করতে চেয়েছিলেন তারা প্রথমে লানসিংয়ে স্টেট ক্যাপিটাল ভবনে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দুইশতাধিক লোককে ভাড়া করতে চেয়েছিল। তাদের পরিকল্পনা ছিল, দুইশো লোক নিয়ে স্টেট ক্যাপিটাল ভবনে হামলা চালিয়ে সেখান থেকে হুইটমারকে অপহরণ করা। কিন্তু সেখানে কড়া নজরদারি থাকার কারণে তারা সেই পরিকল্পনা বাতিল করে এবং হুইটমার যে বাড়িতে ছুটি কাটান (ভ্যাকেশন হোম) সেখান থেকে তাকে অপহরণের পারিকল্পনা করে। পরে এক সংবাদ সম্মেলনে এজন্য ট্রাম্পকে দায়ী করেন হুইটমার। বলেন, ট্রাম্পের উস্কানিতেই এইরকম অসুস্থ এবং নচ্ছার লোকেদের দল তাকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তিনি বলেন, যখন আমাদের নেতারা দেশীয় সন্ত্রাসীদের সঙ্গে দেখা করে, তাদের উৎসাহ দেয় ও তাদের প্রতি ভ্রাতৃত্ব দেখায় তখন তারা ধরেই নেয় যে তারা যা করছে ঠিকই করছে এবং তারা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে। হোয়াইট হাউজ থেকে হুইটমারের বক্তব্যের বিরোধিতা করে বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প সব ধরনের বিদ্বেষমূলক আরচণের বিরুদ্ধে এবং এ ধরনের কাজের কড়া সমালোচক।