মিরাজুন্নবী (সা.) মাহফিল ও সালানা ওরছ কাল

| শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর বায়েজিদস্থ কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্স ময়দানে কাল শনিবার দিনব্যাপী ৭০তম পবিত্র মিরাজুন্নবী (সা.) মাহফিল ও কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা, খলিফায়ে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.) এর পবিত্র সালানা ওরছ অনুষ্ঠিত হবে।

দিনব্যাপী গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছেবাদে নামাজে ফজর খতম শরীফ আদায় ও ইছালে ছাওয়াব, মোরাকাবা, মিলাদ কিয়াম, মোনাজাত, খতমে কোরআন শরীফ ও তাহলিল। বাদে নামাজে জোহর পবিত্র মিরাজুন্নবী (.) ও হযরত গাউছুল আজম (রা.) এর জীবনী শীর্ষক আলোচনা। বাদে নামাজে আছর তরিক্বতের বিশেষ পদ্ধতিতে ফয়েজে কোরআন প্রদানের মাধ্যমে নূরে কোরআন বিতরণ। বাদে নামাজে মাগরিব ফাতেহা শরীফ আদায়, ঈছালে ছাওয়াব, মোরাকাবা, সিনাসিনা তাওয়াজ্জুহ এর মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতেনি নূর বিতরণ।

কাবলে নামাজে এশা জিকিরে গাউছুল আজম মোর্শেদী। বাদে নামাজে এশা মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলীর নুরানি তাকরির, মিলাদকিয়াম, মুনাজাত, তরিক্বতের নির্দিষ্ট তারতীবে দরূদে মোস্তফা (.) আদায় ও তাবাররুক বিতরণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফের ডাকাত সর্দার শাহ আলম গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবক্করসহ বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জগঠন