মিন্নি কাশিমপুর কারাগারে

রিফাত হত্যা

| শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২০ at ৬:৩৭ পূর্বাহ্ণ

আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে বরগুনা থেকে কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাকে কাশিমপুর পাঠানো হয় বলে বরগুনা জেলা কারাগারের কারাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন জানান। গত বছর ২৬ জুন ভরদুপুরে বরগুনা জেলা শহরের কলেজ রোডে প্রকাশ্যে কুপিয়ে রিফাতকে হত্যা করা হয়।
এই মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসমির বিচার শেষে গত ৩০ সেপ্টেম্বর মিন্নিসহ ছয় আসামিকে মৃত্যুদণ্ড এবং চারজনকে খালাস দেয় বরগুনার আদালত। ওই রায়ে মিন্নিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর পাঁচ জন হলেন- রাকিবুল হাসান রিফাত ফরাজি (২৩), আল কাইউম ওরফে রাব্বি আঁকন (২১), মোহাইমিনুল ইসলাম ওরফে সিফাত (১৯), রেজওয়ান আলী খান ওরফে টিকটক হৃদয় (২২) ও মো. হাসান (১৯)। রায় ঘোষণার পর থেকে মিন্নি বরগুনা জেলা কারাগারে ছিলেন। খবর বিডিনিউজের।
বরগুনা জেলা কারাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ (বৃহস্পতিবার) সকালে বিশেষ নিরাপত্তায় আয়শা সিদ্দিকা মিন্নিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়েছে।
মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর সাংবাদিকদের জানান, তাদের পরিবারের কেউ মিন্নিকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়ার বিষয়টি জানেন না। বিকালে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর পাঁচ জন আসামির বিষয়ে কারাধ্যক্ষ বলেন, তারা এখনও বরগুনা কারাগারে রয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আয়শা সিদ্দিকা মিন্নি হাই কোর্টে আপিল করেছেন।

পূর্ববর্তী নিবন্ধমাস্ক ছাড়া প্রবেশ নয় সেবাও মিলবে না
পরবর্তী নিবন্ধ৫৭ কর্মকর্তার পদোন্নতির অনিয়ম অনুসন্ধানে দুদক