মাস্ক ছাড়া প্রবেশ নয় সেবাও মিলবে না

চমেক হাসপাতাল

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২০ at ৬:৩৭ পূর্বাহ্ণ

মুখে মাস্ক না থাকলে এখন থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রবেশ করা যাবে না। একই সাথে কোনো ধরণের সেবাও পাবেন না সেবা প্রার্থীরা। এ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে চমেক হাসপাতাল প্রশাসন। এ সংক্রান্ত নির্দেশনা সম্বলিত ডিজিটাল ব্যানার ও পোস্টার সাঁটিয়ে দেয়া হয়েছে হাসপাতাল জুড়ে। এসব ব্যানার ও পোস্টারে লেখা ‘মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ/মাস্ক নেই, সেবা নেই।’
সরকারি নির্দেশনার আলোকে এ ধরণের নির্দেশনা সম্বলিত ব্যানার-পোস্টার হাসপাতালের বিভিন্ন স্থানে সাঁটিয়ে দেয়া হয়েছে জানিয়ে চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর আজাদীকে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে রেহাই পেতে হলে মুখে মাস্ক পড়া জরুরি। তাই হাসপাতালে চিকিৎসা সেবা প্রার্থী সকলকে এখন থেকে মুখে অবশ্যই মাস্ক লাগিয়ে আসতে হবে। মুখে মাস্ক না থাকলে কেউ হাসপাতালে প্রবেশ করতে পারবে না। সেবাও পাবে না। আমরা আনসার সদস্যদের নির্দেশনা দিয়ে রেখেছি, মাস্ক ছাড়া কেউ যাতে হাসপাতালে প্রবেশ করতে না পারে। সরকারি এই নির্দেশনা সবাইকে অবশ্যই মানতে হবে বলেও মন্তব্য করেন হাসপাতাল পরিচালক।

পূর্ববর্তী নিবন্ধএবার বাচ্চাদের নিয়ে ক্রিকেট উৎসব
পরবর্তী নিবন্ধমিন্নি কাশিমপুর কারাগারে