মিনার তাঁবুতে বোয়ালখালীর এক হাজীর মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি | বুধবার , ২৮ জুন, ২০২৩ at ৭:০৬ পূর্বাহ্ণ

স্ত্রীকে সাথে নিয়ে পবিত্র হজ পালন করতে গিয়ে মিনার তাঁবুতে বোয়ালখালীর মো. সফিউল আলম সফি (৬৩) নামের এক হাজীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ইউপি সদস্য মো. আব্বাস।

তিনি বলেন, সফিউল আমাদের সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা এলাকার কমান্ডার আবুল বশর চেয়ারম্যান বাড়ির মৃত আফদুল ছলিমের পুত্র। তিনি কাতার প্রবাসী। এবার স্বস্ত্রীক হজে গিয়ে সেখানেই তার মৃত্যু হয়েছে।

নিহতের স্বজনরা জানান, হজের আনুষ্ঠানিকতার শুরুতে মিনার তাঁবুতে প্রবেশ করেই স্ত্রীর সামনে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। হজ কাফেলার লোকজন তাদের জানিয়েছে, সফিউলের মরদেহটি সেখানকার লাশ ঘরে রাখা হয়েছে। সেখানেই তাকে দাফন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপবিত্র ঈদুল আজহা কাল
পরবর্তী নিবন্ধষাঁড়ের গুঁতোয় হাট ইজারাদার আহত