‘মিথ্যা’ মামলার হয়রানি বন্ধ চান খাতুনগঞ্জের ব্যবসায়ীরা

বিবৃতি দিয়ে কেন্দ্রীয় বিএনপি পাশে থাকায় কৃতজ্ঞতা প্রকাশ

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৯ জুলাই, ২০২৫ at ১০:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ব্যবসায়ীদের ‘মিথ্যা’ মামলা দিয়ে হয়রানি বন্ধ করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য কেন্দ্রীয় বিএনপি থেকে সরকারের প্রতি আহ্বান জানানোকে স্বাগত জানিয়েছে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। গতকাল সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম এবং সাধারণ সম্পাদক আমিনুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, দেশের ভোগ্যপণ্যের বৃহৎ বাজার হিসেবে খ্যাত চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে অধিকাংশ দেশসেরা ব্যবসায়ী ও শিল্পগ্রুপের উত্থান।

কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছেকিছু সুযোগ সন্ধানী কুচক্রীমহল বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে চাক্তাই খাতুনগঞ্জের বেশকিছু নিরপরাধ ব্যবসায়ীকে ‘মিথ্যা’ ও ‘ষড়যন্ত্রমূলক’ মামলা দিয়ে হয়রানি করছে। একইসাথে নানাভাবে হুমকি ভীতি প্রদর্শন, চাঁদা দাবি, মব সংগঠিত করার মাধ্যমে ব্যবসায়ীদের কোণঠাসা করার অপপ্রয়াস চালাচ্ছে। যার কারণে ব্যবসায়িক পরিবেশ বিঘ্নিত হওয়া, বিনিয়োগে অনাগ্রহ, নিরাপত্তাহীনতা, লেনদেন ঝুঁকি, প্রতারণা, কর্মসংস্থান হ্রাসসহ নানা সংকট সৃষ্টি হচ্ছে; যা অর্থনীতিতে চরম নেতিবাচক প্রভাব ফেলছে। এই পরিস্থিতি চলতে থাকলে বাণিজ্যিক স্থবিরতা আরো বৃদ্ধি পাবে নিশ্চিত।

আর সুনির্দিষ্টভাবে কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সেক্ষেত্রে আইনপ্রয়োগকারী বাহিনীকে তদন্তসহ সার্বিক পদক্ষেপ গ্রহণে অ্যাসোসিয়েশনের পক্ষ হতে যথাযথ সহযোগিতা করার আশ্বাস দেয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় বিএনপি চট্টগ্রামের ব্যবসায়ীদের পক্ষে বিৃবতি দেয়ায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

একই সাথে খাতুনগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং মিথ্যা মামলায় হয়রানি বন্ধে সরকার যেন জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আমরা সেই আহ্বান জানাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বিএনপির উদ্বেগ
পরবর্তী নিবন্ধআজ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি