মিথ্যাচার না করে নতুন শিক্ষাক্রমের গঠনমূলক আলোচনা করার আহ্বান শিক্ষামন্ত্রীর

| রবিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

মিথ্যাচার ও অপপ্রচার না করে নতুন শিক্ষাক্রমের গুণগত মান ও উদ্দেশ্য নিয়ে গঠনমূলক আলোচনা করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, মিথ্যাচার ও অপপ্রচারের কারণে নতুন শিক্ষাক্রমের গুণগত মান ও উদ্দেশ্য চাপা পড়ে যাচ্ছে।

গতকাল দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাক্রম নিয়ে এত কথা বলা হচ্ছে, যার অধিকাংশই মিথ্যাচার।

যেখানে ভুল আছে, অবশ্যই সংশোধন করেছি এবং করব। যেখানে চিহ্নিত হবে ভুল, সেখানে শুদ্ধ হবে। কিন্তু যেসব মিথ্যাচারঅপপ্রচার চলছে, সেটি তো উদ্দেশ্যমূলকভাবে হচ্ছে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আর কোনো ইস্যু না পেয়ে একটি গোষ্ঠী এ নিয়ে পিছনে লেগেছে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধআধুনগর ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সম্মেলন
পরবর্তী নিবন্ধখাজা গরীবে নেওয়াজের (রহ.) আবির্ভাবে উপমহাদেশে ইসলামের পতাকা সুদৃঢ় হয়