ভাষা ও ভাবের দুনিয়া বিশাল, সেখানে মিথিলা আইচের সাহস কবিতা পাঠকের আগ্রহের বিন্দু। প্রকাশনায় মাইলফলক। ছোটপত্রিকা খড়িমাটি-এর উদ্যোগে গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে মিথিলা আইচের ‘ব্রেভলি’ কাব্যগ্রন্থের পাঠোন্মোচন অনুষ্ঠান বক্তারা এ কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির সভাপতি প্রফেসর ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন চিটাগাং ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের গেস্ট স্কলার ও অ্যাডভাইজর প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ। অতিথি আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা কবি সাথী দাশ, কবি-সাংবাদিক জ্যোতির্ময় নন্দী, কবি-সাংবাদিক ওমর কায়সার, ইঞ্জিনিয়ার নীপেশ রঞ্জন হোড়, কবি শিব শংকর সেন, ডা. সুকান্ত আইচ, চলচ্চিত্র নির্মাতা শৈবাল চৌধূরী, কথাসাহিত্যিক মিলন বণিক। কবি মনিরুল মনিরের সঞ্চালনায় আবৃত্তি করেন সংস্কৃতিজন সজল চৌধুরী, সব্যসাচী টিটু। প্রেস বিজ্ঞপ্তি।








