চিটাগাং ক্লাবে হাজারো দর্শক শ্রোতাদের মনোমুগ্ধকর সংগীত সন্ধ্যায় মাতিয়ে গেলেন জনপ্রিয় ব্যান্ড দল সোলস এর শিল্পী দল। গত রবিবার ‘মেগা মিউজিক্যাল নাইট’ শিরোনামে সংগীতানুষ্ঠানের আয়োজক ছিল চিটাগাং ক্লাব বিনোদন বিভাগ। কানায় কানায় দর্শক ভর্তি সিসিএল স্পোর্টস কমপ্লেক্সে রাত সাড়ে ৮টা থেকে শুরু হয় সংগীত প্রেমীদের প্রতিক্ষিত সংগীতানুষ্ঠান।
মঞ্চে উঠে একে একে জনপ্রিয় গানগুলো গাইতে শুর করেন সংগীত শিল্পী পার্থ বড়ুয়া ও নকীব খান। আশির দশকের হারানো দিনের এসব পরিবেশীত গানগুলোর মধ্যে ছিল তোরে পুতুলের মত করে সাঁজিয়ে, এ এমন পরিচয়, দেখা হবে বন্ধু, মন শুধু মন ছুঁেয়ছে, যখনী তোমায় চোখে, চেনা জানা মানুষ গুলো কেমন হয়ে যায়, এই মুখরিত জীবনের চলার পথে, ভালো লাগে জ্যোছনা রাতে, ইত্যাদি গানে বিমুগ্ধ হন উপস্থিত দর্শক শ্রোতা। এর সাথে যোগ হয় তীরন্দাজ ব্যান্ডের শাহেদের পাশ্চাত্য সংগীতও। দর্শক শ্রেতারা সে এক অন্যরকম আমেজে পার করেন মেগা মিউজিক্যাল সন্ধ্যাটি। অনুষ্ঠানের হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আব্দুর রহিম। সূচনায় বিনোদন বিভাগের মেম্বার ইনচার্জ, সিসিএল কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ ইয়াকুব শুভেচ্ছা বক্তব্যে বলেন, এই ধরনের আনন্দঘন পরিবেশের জন্য সংগীত শিল্পীদের পরিবেশনা এবং দর্শকদের অংশগ্রহণ সত্যিই আমাদের গৌরবান্বিত করেছে। অনুষ্ঠানে চিটাগাং ক্লাবের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান (সাজ্জাদ), ক্লাব কার্যনির্বাহী কমিটির সদস্য চৌধুরী এম মাহতাববুদ্দিন হুমায়ুন, মোহাম্মদ শাহ আকরাম, আবু আহমেদ হাসনাত, এ এ এম ইমতিয়াজ চৌধুরী (রকি), মোসলেহ উদ্দিন আহমেদ (অপু) এবং মো. রফিকুল ইসলাম মিয়া (বাবুল) প্রমুখ। তাছাড়া বিনোদন বিভাগের কনভেনার, সাবেক ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু এবং সাবেক সিসিএল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও কার্যনির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।