মা হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বাবা হলেন অভিনেতা ভিকি কৌশল। গতকাল শুক্রবার সকালে পুত্রসন্তানের জন্ম দিলেন ক্যাটরিনা। ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে খবরটি জানিয়েছেন এ দুই তারকা। খবর বাংলানিউজের।
নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম থেকে দেওয়া বিবৃতিতে তারা লেখেন, আমাদের জীবনে আনন্দের উপলক্ষ এসেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাই। এই পোস্টে বাবা–মা হওয়ার অপার আনন্দ ও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। গেল সেপ্টেম্বরেই মা–বাবা হতে যাওয়ার খবরটি নিজেদের সামাজিকমাধ্যমে জানিয়েছিলেন ভিকি ও ক্যাটরিনা। এরপর থেকেই বলিউডের অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই বিশেষ দিনের জন্য।











