মা-মেয়ের একই দিনে জন্মদিন, সেরা প্রাপ্তি

| রবিবার , ১৯ জুন, ২০২২ at ১২:২০ অপরাহ্ণ

মঞ্চ ও নাটকে অভিনয়ের আঙ্গিনায় ১৮ জুন মজার একটি দিন। এই দিনে একইসঙ্গে বরেণ্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদার ও তার মেয়ে ত্রপা মজুমদারের জন্মদিন। দুই মা-মেয়ের একইদিনে জন্মদিন হওয়াটাকে জীবনের সেরা প্রাপ্তি বলে মানেন ফেরদৌসি ও ত্রপা মজুমদার।

তারা দুজনেই চেষ্টা করেন এইদিনে একে অন্যকে খুশি রাখতে। আর প্রতিবছরই দিনটিকে ঘিরে অনেক পরিকল্পনা থাকে তাদের প্রিয়জনদের। ফেরদৌসী মজুমদারের জন্ম বরিশালে হলেও তিনি বেড়ে উঠেছেন ঢাকাতে। তার বাবা খান বাহাদুর আব্দুল হালিম চৌধুরী ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তার ভাইবোন ছিল মোট ১৪ জন যাদের মধ্যে ৮ জন ভাই এবং ৬ জন বোন। সবচেয়ে বড় ভাই প্রয়াত শিক্ষাবিদ কবীর চৌধুরী এবং মেজ ভাই শহীদ মুনীর চৌধুরী।

তাদের পৈত্রিক নিবাস ছিল নোয়াখালীতে। রক্ষণশীল পরিবার থেকে উঠে আসেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন খ্যাতিমান অভিনেতা রামেন্দু মজুমদারের সঙ্গে পরিচয় ঘটে। তারপর প্রণয় সূত্রে তার গলাতেই বিয়ের মালা দেন ফেরদৌসি মজুমদার। ফেরদৌসী বড় ভাই শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর হাত ধরে মঞ্চে জীবনের প্রথম অভিনয় করেন রোবট চরিত্রে।

পূর্ববর্তী নিবন্ধকোভিড-১৯ প্রতিরোধ শীর্ষক মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধটিআইসিতে হাওয়াইয়ান গীটার বাদন সন্ধ্যা