মা-ছেলেকে কুপিয়ে হত্যা করল প্রতিবেশীরা

চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জের

পটিয়া প্রতিনিধি | বুধবার , ২৬ এপ্রিল, ২০২৩ at ৫:২৬ পূর্বাহ্ণ

চলাচলের রাস্তার বিরোধের জের ধরে কর্ণফুলীতে প্রতিবেশীর হামলায় প্রাণ গেল মাছেলের। মাছেলেকে এসময় প্রতিবেশীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। নিহতরা হলেন মোহাম্মদ পারভেজ (২৫) ও তার মা হোসনে আরা বেগম (৪৫)। একই ঘটনায় আহত হয়েছেন দুই সহোদর মোহাম্মদ আরজ (২২) ও মোহাম্মদ সিফাত (১৫)। তাদের অবস্থাও গুরুতর বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বখতেয়ারপাড়া গ্রামের ইসমত হাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। পারভেজ স্থানীয় বাসিন্দা তৈয়ব আহমদের পুত্র। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে মোহাম্মদ আরজের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ মহসিন ও আবু তৈয়বের মধ্যে একটি চলাচলের পথ নিয়ে বিবাদ হয়। পারিবারিক ওই পথ দিয়ে যাতে গাড়ি প্রবেশ করতে না পারে সে জন্য মোহাম্মদ মহসিন গং রাস্তার একাংশ বন্ধ করে দেন। ওই ঘটনাকে কেন্দ্র করে গত ১০১২ দিন আগে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে আদালতে পাল্টাপাল্টি মামলা দায়ের করে। রাস্তার বিবাদকে কেন্দ্র করে মঙ্গলবার বাড়ির কাছেই প্রতিপক্ষ মোহাম্মদ পারভেজকে কোপাতে থাকে। এ সময় চিৎকার শুনে তার মা হোসনে আরা ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে প্রতিপক্ষ তাকেও এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে লোকজন তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শিকলবাহা ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ আজাদ জানিয়েছেন, উভয়ের মধ্যে একটি পারিবারিক পথ নিয়ে বিরোধ ছিলো। এ ঘটনার জের ধরে মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

কর্ণফুলী থানার ওসি দুলার মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, চলাচলের একটি রাস্তার বিরোধকে করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এসময় মা ও ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছে। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। রাতে রির্পোট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার সম্ভব হয়নি। তবে ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধতালাবদ্ধ ঘরে গৃহবধূর লাশ স্বামী পলাতক
পরবর্তী নিবন্ধপ্রচার প্রচারণা শেষ, কাল ভোট