কেউ জড়িয়ে নেয় না বুকে
আদর–চুমো দেয় না সুখে
মাথার চুলে দেয় না স্নেহের পাঁচ আঙুলে নাড়া
কিছুই আমার ভাল্লাগে না মা ছাড়া মা ছাড়া।
গুটায় না কেউ সার্টের হাতা
দেয় না খুঁজে কলম খাতা
সময় ধরে খেতে আমায় কেউ দেয় না তাড়া
ঘরে আমার ভাল্লাগে না মা ছাড়া মা ছাড়া।
সবাই খেতে বসি যখন
মা’কে মনে পড়ে তখন
মায়ের থালা খালিই তাতে হয় না রে ভাত বাড়া
মোটেও আমার ভাল্লাগে না মা ছাড়া মা ছাড়া।
শীতল আঁচল ছায়াটা সেই
আদর সোহাগ যতনও নেই
এ ঘর ও ঘর শূন্য বেবাক নেইতো মায়ের সাড়া
ভাবতে কিছুই পারি না তো মা ছাড়া মা ছাড়া!