সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন গতকাল শনিবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালে তাকে স্বাগত জানান কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন ও জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ। তিনি হাসপাতালের বহির্বিভাগ, এএমইউ, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র ও ক্যান্সার ইনস্টিটিউটের চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং কার্যনির্বাহী কমিটি, পরিচালকমণ্ডলী, চিকিৎসক ও রোগীদের সাথে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কথা বলেন। এরপর তিনি হাসপাতালের কার্যনির্বাহী কমিটি, চিকিৎসক ও কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি হাসপাতালের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, চিকিৎসা সেবায় নিঃসন্দেহে আপনারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সরকারি কর্মকর্তা ছাড়াও চট্টগ্রামের সন্তান হিসেবে হাসপাতালের জন্য কিছু করার আমার দায়বদ্ধতা রয়েছে। আমি আমার পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহযোগিতার চেষ্টা করবো। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ নূরুউল্লাহ নূরী, সমাজ সেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ–পরিচালক মো. ফরিদুল আলম, কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারী (ডোনার) মো. শহীদ উল্লাহ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মো. জাহিদুল হাসান, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, কার্যনির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তানভীর, মেডিকেল কলেজের অ্যাডভাইজার প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর (ডা.) অসীম কুমার বড়ুয়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, অবস অ্যান্ড গাইনি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর (ডা.) সিরাজুন নুর রোজী, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর (ডা.) অনুপম বড়ুয়া, নিওনেটাল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর (ডা.) ওয়াজির আহমেদ, কমিউনিটি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর (ডা.) মো. জালাল উদ্দিন, শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক ডা. দিদারুল আলম, অর্থপেডিক বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর (ডা.) অলক কান্তি বিশ্বাস, অ্যানেস্থেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর (ডা.) অলক নন্দী, অবস অ্যান্ড গাইনি বিভাগের অধ্যাপক ডা. তাহেরা বেগম, এনাটমী বিভাগের বিভাগীয় প্রধান ডা. আসমা মোস্তফা, উপ–পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ–পরিচালক (প্রশাসন, আইসিএইচ) ডা. মো. আবু সৈয়দ চৌধুরী, ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক ডা. শেফাতুজ্জাহানসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।