মা ও শিশু হাসপাতালে স্তন ক্যান্সার স্ক্যানিং ও সচেতনতা ক্যাম্পেইন

| রবিবার , ৩০ নভেম্বর, ২০২৫ at ১১:১৭ পূর্বাহ্ণ

খ্যাতিমান ব্রেস্ট সার্জনদের সমন্বয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগ এবং চমাশিহা ক্যান্সার ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টারের উদ্যোগে গতকাল শনিবার ৩০ বছরের ঊর্ধ্ব মহিলাদের স্তন ক্যান্সার স্ক্যানিং ও সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়। হাসপাতালে অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে প্রধান অতিথি ও কী নোট স্পীকার ছিলেন বাংলাদেশ স্কুল অব অনকোপ্লাস্টিক সার্জারী ঢাকার চীফ অধ্যাপক ডা. এম. মিজানুর রহমান। অতিথি ছিলেন মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের সহকারী অধ্যাপক ডা.লিয়া আমিন, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডা. শায়লা পারভিন, সাউদার্ন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা, নাজমুন নাহার শম্পা। প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জেসমিন বেগম। কর্মশালায় ৩০ বছর ঊর্ধ্বে আগ্রহী সুস্থ মহিলাদের সকাল ৮ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্যান ও আল্ট্রাসনো করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগ-যুবলীগ নেতাসহ ৪ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচকরিয়া সমিতি চট্টগ্রামের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন