মায়ের সাথে অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা

ভিডিও গেম খেলতে মানা

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ২ অক্টোবর, ২০২০ at ৬:০৬ পূর্বাহ্ণ

রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তার নাম মো. রোহান (১৫)। সে বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত চাঁদপুর জেলার মতলব এলাকার মো. জাহাঙ্গীর আলমের পুত্র। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল গেইমে আসক্ত ছিল রোহান। এই নিয়ে মা বঝাঝকা করলে অভিমান করে বাসার একটি কক্ষে সিলিং ফ্যানের পাখার সঙ্গে ঝুলে গলায় ফাঁস লাগায়। বিষয়টি আঁচ করতে পেরে পরিবারের সদস্যরা ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে রাঙ্গুনিয়ার একটি হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। নিহতের লাশ রাঙ্গুনিয়া থানায় নেয়া হয়েছে বলে সূত্র জানায়।

পূর্ববর্তী নিবন্ধমেস ভাড়া সংকট নিরসনের দাবিতে চবি শিক্ষার্থীদের মানববন্ধন
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু যুব পরিষদের দোয়া মাহফিল