মায়ের হাতের মিষ্টি পিঠা
নকশী, চিতই, ভাপা
এমন পিঠার মূল্য তো আর
যায় না টাকায় মাপা।
হার মেনে যায় চাঁদের হাসি
মায়ের হাসির কাছে
মায়ের মতন বাসবে ভালো
এমন কে আর আছে!
মনের ভেতর শান্তি আসে
থাকলে মায়ের পাশে
হারিয়ে গেলেই প্রাণটা কাঁদে
নিত্য দু’চোখ ভাসে।