মাস্ক পরিধান নিশ্চিতে পতেঙ্গা সৈকতে সুজন

| শনিবার , ১২ ডিসেম্বর, ২০২০ at ১১:৪০ পূর্বাহ্ণ

মাস্ক পরিধান নিশ্চিত করতে ছুটির দিনে পতেঙ্গা সমুদ্র সৈকতে হাজির হয়েছেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল শুক্রবার দুপুরে সৈকতে ভ্রমণে আসা পর্যটকরা মাস্ক পরিধান করছে কিনা তা তদারকি করেন প্রশাসক।
এ সময় মানুষের মাস্ক পরার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। সুজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ লকডাউন না করে করোনাকে লকডাউন করার ঘোষণা দিয়েছেন। করোনাকালে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সরকারিভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আমরাও চসিকের পক্ষ থেকে নগরীর পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়েছি।
তিনি বলেন, চেকপোস্টগুলো পরিদর্শনকালে দেখা গেছে, মানুষ শতভাগ মাস্ক পরিধান করে ঘর থেকে বের হয়েছেন। মানুষের এই সচেতনতা ও মানসিকতার পরিবর্তন আশাব্যঞ্জক। সচেতনতার মাধ্যমে করোনাকে জয় করার আহ্বান জানান সুজন। রেড ক্রিসেন্ট ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্যরা এ সময় তাঁকে সহায়তা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছনুয়ায় আগুনে পুড়ল দুই বাড়ি ও চার দোকান
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৪ জন