মাস্ক না পরায় ৩২ জনকে জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২ ডিসেম্বর, ২০২০ at ১০:১৬ পূর্বাহ্ণ

মাস্ক ব্যবহার না করায় নগরে ৩২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্দরকিল্লা ও টেরিবাজার এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান। এসময় ১৩ জনকে ১ হাজার ২৫০ টাকা জরিমানা করেন।
হালিশহর ও ডবলমুরিং এলাকায় স্বাস্থ্যবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। তিনি ৬ জনকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। নিউ মার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান। তিনি ১৩ জনকে ২ হাজার ২০০ টাকা জরিমানা করেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে প্রথম অনলাইন বাংলা বইমেলা
পরবর্তী নিবন্ধদিনভর বন্ধের পর রাতে সীমিত পরিসরে পণ্য খালাস শুরু