মাস্কের বদলে মুখে পেইন্টিং করে বিপাকে রুশ নারী

| বুধবার , ২৮ এপ্রিল, ২০২১ at ৮:০৩ পূর্বাহ্ণ

করোনার এই সময়ে সংক্রমণ মোকাবিলায় তথা জীবন বাঁচাতে মাস্ক ব্যবহারের গুরুত্ব অনস্বীকার্য। কোভিড বাস্তবতায় এটি ছাড়া ঘর থেকে বের হওয়াই ঠিক নয়। মাস্ক ছাড়া বেরুলে পুলিশি জটিলতার পড়ারও আশঙ্কা রয়েছে। তবে যাবতীয় স্বাস্থ্য পরামর্শ এবং সরকারের বাধ্যতামূলক নির্দেশনা সত্ত্বেও অনেকে এই মহামারির সময়ও করোনা বিধি উপেক্ষা করে থাকে। কেউবা আবার পাবলিক প্লেসে নিজেদের মাস্ক ছাড়া চলাফেরার ভিডিও পর্যন্ত করে রাখেন। সমপ্রতি এমন ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার বালিতে। বালির ওই ঘটনায় সেখানে অবস্থানরত এক রুশ নারী মাস্ক পরার বদলে মুখে মাস্কের আদলে পেইন্ট করে নেন। অন্যদের বোকা বানাতে তার মুখে এমনভাবে পেইন্ট করা হয়, যেন মনে হয় তিনি আসলে নীল রঙা মাস্ক পরে আছেন। পরে তারা স্থানীয় একটি সুপারমার্কেটে ঘুরে বেড়াতে থাকেন। আর ওই নারীর মাস্কবিহীন এমন ঘোরাঘুরির ভিডিও করতে থাকেন তার পুরুষ সঙ্গী। এক পর্যায়ে তাদের এমন কাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে উভয়ের পাসপোর্ট জব্দ করে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ। খবর বাংলানিউজের।
এই পেইন্টেড মাস্ক কাণ্ডে জড়িত দুই জন হচ্ছে তাইওয়ানের জোশ পালের লিন এবং রুশ নাগরিক লিয়া সে। ভিডিওতে দেখা গেছে, গাড়িতে বসে প্রথমে মুখে মাস্কের আদলে পেইন্ট করেন লিয়া। প্রথমে অন্যরা এমনকি সিকিউরিটি গার্ডও তার মুখে মাস্ক না থাকার বিষয়টি ধরতে ব্যর্থ হয়। পরে লাল রঙা মাস্ক পরিহিত অন্য এক নারী বিষয়টি বুঝতে পারেন এবং জানতে চান লিয়া-র মুখে মাস্কের মতো জিনিসটি কি আসলে পেইন্টিং? ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়লে লোকজন তাদের এমন কর্মকাণ্ডকে দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক হিসেবে আখ্যায়িত করে। এক পর্যায়ে এটি ভাইরাল হয়ে পড়লে ইন্দোনেশিয়ার ইমিগ্রেশন বিভাগ নিশ্চিত করে যে, ওই দুই জনের পাসপোর্ট জব্দ করা হয়েছে এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে ৮৮.৪০ লাখ শেয়ার হাতবদল
পরবর্তী নিবন্ধজ্বর সর্দি-কাশির ভাইরাস রুখতে পারে করোনা!