ওমানের রাজধানী মাস্কাটে কিষোয়ান স্পোর্টিং ক্লাব বিডি’র নতুন জার্সি উন্মোচনের মধ্য দিয়ে ক্লাবটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল আল খোই এলাকার মাথারা ফুড প্যালেসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আয়োজকেরা জানান, বাংলাদেশে দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে ক্রীড়াঙ্গনে নেতৃত্ব দিয়ে আসা কিষোয়ান স্পোর্টিং ক্লাব বিডি এবার প্রবাসী ক্রীড়াঙ্গনে তাদের কার্যক্রম সম্প্রসারণ করল। এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়দের জন্য একটি সংগঠিত ও মানসম্মত প্ল্যাটফর্ম তৈরি করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কিষোয়ান স্পোর্টিং ক্লাব বিডি’র ওমান শাখার ক্যাপ্টেন আরিফ খানের সভাপতিত্বে এবং মোহাম্মদ তারেকের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামিরিয়া একাদশের ম্যানেজার জসিম উদ্দিন। এছাড়া ফারবী মনি, ওমর ফারুকসহ প্রবাসী ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জীবন ও জীবিকার তাগিদে প্রবাসে এসে অনেক প্রতিভাবান খেলোয়াড় নিয়মিত খেলাধুলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। সঠিক পৃষ্ঠপোষকতা ও সংগঠিত ক্লাব ব্যবস্থাপনার অভাবে তারা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছেন না। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রবাসী খেলোয়াড়দের পাশে দাঁড়ানো, তাদের প্রতিভা বিকাশে সহায়তা করা এবং দেশের সুনাম অক্ষুণ্ন রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে কিষোয়ান স্পোর্টিং ক্লাব বিডি।
অনুষ্ঠানের শেষপর্বে কেক কাটার মাধ্যমে ওমানে ক্লাবটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়। ভবিষ্যতে সবার সহযোগিতায় প্রবাসী ক্রীড়াঙ্গনে ক্লাবটির কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন ক্লাব সংশ্লিষ্টরা।












