অসচ্ছল ও পথচারীদের সুবিধার্থে মাসব্যাপী ইফতারের আয়োজন করছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। নগরের লালদীঘি পাড়স্থ মাহবুব উল আলম চৌধুরী চট্টগ্রাম সিটি কপোর্রেশন পাবলিক লাইব্রেরিতে গতকাল প্রথম রমজান থেকে শুরু হয়েছে এই ইফতার আয়োজন।
প্রথম দিন শতাধিক রোজাদার অংশ নেন। তাদের সঙ্গে এক কাতারে বসে ইফতার করেন মেয়রও। ইফতারে অংশ নেয়া বিভিন্ন শ্রেণিপেশার লোকজন বিনামূল্যে ইফতারের এ আয়োজন করায় মেয়রকে সাধুবাদ জানান। রেজাউল করিম চৌধুরী বলেন, রোজার মূল শিক্ষা আত্মত্যাগ এবং অসহায়দের সাহায্য। সাধারণ পথচারীরা বিশেষ করে গৃহহীন, এতিম ও হতদরিদ্ররা যাতে সহজে ইফতার করতে পারে তার জন্য এই মাসব্যাপী আয়োজন। ইতোমধ্যে বিভিন্ন সামাজিক সংগঠনকে সাথে নিয়ে হাজারো মানুষের হাতে ইফতার সামগ্রী ও সেহেরি পৌঁছে দিয়েছি। আর্থিকভাবে পিছিয়ে থাকা রোজাদারদের সহায়তায় এগিয়ে আসতে সমাজের বিত্তবান শ্রেণিকে আহ্বান জানাচ্ছি।
ইফতার আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করছেন ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী। গতকাল ইফতারে অংশ নেন কাউন্সিলর মো. নূরুল আলম মিয়া। ইফতারে মোনাজাত পরিচালনা করেন মওলানা হারুনুর রশীদ চৌধুরী।