মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটির নামে প্রতারণা বন্ধ হোক

| মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:৩৪ পূর্বাহ্ণ

সাম্প্রতিক সময়ে প্রতারণার উত্তম মাধ্যমে পরিণত হয়েছে এক শ্রেণির অসাধু মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটি। ক্ষুদ্র বিনিয়োগকারীদের কষ্টার্জিত আয় থেকে সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে বিপরীতে আকর্ষণীয় ও লোভনীয় মুনাফার অফার দেয় প্রতারক চক্রটি। অধিক মুনাফার লোভে ক্ষুদ্র বিনিয়োগকারীরা তাদের সঞ্চিত অর্থ এই সব প্রতিষ্ঠানে জমা রাখে। কিছুদিন এভাবে চলতে থাকা প্রতিষ্ঠানটি আমানতকারীদের অর্থে হঠাৎ আঙুল ফোলে কলা গাছ হয়ে যায়। তারপর প্রতিষ্ঠানের মাঠ কর্মীদের বিপদের মুখে ফেলে হর্তা কর্তারা টাকা নিয়ে গা ঢাকা দেয়। কিছুদিন বিরতির পর আবার ভিন্ন জায়গায় ভিন্ন নামে সাইনবোর্ড লাগিয়ে একই রকম ব্যবসা শুরু করে। এভাবে চলতে থাকে প্রতারণা ব্যবসার দুষ্ট চক্র। সর্বস্ব হারিয়ে ক্ষুদ্র বিনিয়োগ কারীরা পথে বসে। কিছু কিছু বিনিয়োগকারীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ থানায় মামলা নেয়। গ্রেফতার করে প্রতারকদের। পরবর্তীতে মামলার বাদীকে কোনো ভাবে ম্যানেজ করে জেল থেকে বেরিয়ে আসে প্রতারক চক্রটি। অথচ হাজার হাজার ক্ষুদ্র বিনিয়োগকারী রয়েছে যাদের বিনিয়োগ পাঁচ থেকে পঞ্চাশ হাজার টাকা। তারা মামলার ঝক্কিঝামেলায় যেতে চায় না। মূলত তাদের সঞ্চয়ে রাতারাতি শতকোটি পতি বনে যায় প্রতারক চক্রটি। এই চক্রটির শিকড় আজ সারা দেশে ব্যাপক আকারে বিস্তার লাভ করেছে। এই অবস্থা উত্তরণ হওয়া এখন সময়ের দাবী। কারাগারে যে সব প্রতারক দলের সদস্য আটক রয়েছে তারা যাতে কিছুতেই আইনের আওতা থেকে বেরিয়ে আসতে না পারে সেজন্য প্রশাসনকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি তাদের সম্পদ জব্দ করে ক্ষুদ্র আমানতকারীদের পাওনা পরিশোধ করার আবেদন জানাচ্ছি।

শাহ নেওয়াজ
মধ্যম হালিশহর
চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধযতীন্দ্রমোহন বাগচী : রবীন্দ্রযুগের অন্যতম কবি
পরবর্তী নিবন্ধজন্ম নিবন্ধন বিড়ম্বনা