অপার দরদ দিয়ে শ্রমিক
মালিকের কাজ করে,
ভাবে মালিক খুশি হয়ে
পকেট দিবে ভরে।
কিন্তু শ্রমিক বঞ্চিত হয়
ন্যায্য পাওনা থেকে,
মালিক বলে যা দিয়েছি
পকেটে দাও রেখে।
মালিকের এই কথা শুনে
শ্রমিকের কষ্ট হয়,
বোঝে শ্রমিক ছলচাতুরী
ক্ষমার যোগ্য নয়।
ন্যায্য পাওনার জন্য শ্রমিক
আন্দোলন করে,
মালিক তা পরিশোধ করে
আন্দোলনের পরে।
মালিক শ্রমিকের সম্পর্ক
যদি হতো মধুর,
সকল কর্মক্ষেত্র থেকে
আন্দোলন হতো দূর।