মালিককে উচিৎ শিক্ষা দিতে বাস চুরি

| বুধবার , ৫ জুলাই, ২০২৩ at ৬:৫৮ পূর্বাহ্ণ

ঢাকায় চুরি যাওয়া একটি বাস উদ্ধারের পর পুলিশ জানতে পেরেছে, মালিকের প্রতি ক্ষোভ থেকে এই কাণ্ড ঘটান সেই বাসের চালক ও তার সহকারী। বাসটি বিহঙ্গ পরিবহনের। এর চালক সানজিত (২০) এবং হেল্পার বা সহকারী আকাশকে (২১) সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। তার আগে বিহঙ্গ পরিবহনের বাসটির মালিক আবুল বাশার চুরির অভিযোগে মিরপুর থানায় একটি মামলা করেন। সেই মামলার তদন্তে নেমে রাতে কালশী থেকে সানজিত ও আকাশকে গ্রেপ্তার করা হয় বলে মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসীন জানিয়েছেন। খবর বিডিনিউজের।

মিরপুর ১০ নম্বর সেকশনে নির্ধারিত জায়গায় থাকা বাসটি না পেয়ে মালিক মামলাটি করেছিলেন। ওসি বলেন, আমরা মামলার পর তদন্ত করে বাসটির অবস্থান কালশীতে সনাক্ত করি। সেখান থেকে রাতে বাসটি উদ্ধারের পর জানতে পারি চালক এবং হেলপার এই ঘটনা ঘটিয়েছে।

কারণ কী ছিলজানতে চাইলে তিনি বলেন, কোরবানির ঈদের পরদিন একটি দুর্ঘটনার কারণে এই বাসের বিরুদ্ধে পুলিশ মামলা করে এবং বাসের কাগজপত্র রেখে দেয়। বিষয়টি চালক যথারীতি মালিককে এসে জানালে মালিক ক্ষুব্ধ হয়ে চালকের মোবাইল ফোনটি রেখে দেয়। এরপরেই চালক হেলপারের সহায়তায় বাসটি চুরি করে। মোবাইল রেখে দেওয়ায় প্রতিশোধ হিসাবে মালিককে উচিৎ শিক্ষা দিতে পরিকল্পিতভাবে তারা এই কাজটি করেছে, বলেন পুলিশ কর্মকর্তা মহসীন।

পূর্ববর্তী নিবন্ধজরিমানা প্রদান ও প্রতিশ্রুতির পর খুলে দেয়া হলো সেই মিল
পরবর্তী নিবন্ধআরও যুদ্ধবিমান কেনার পরিকল্পনা সরকারের