জরিমানা প্রদান ও প্রতিশ্রুতির পর খুলে দেয়া হলো সেই মিল

মসলায় ক্ষতিকর রং

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ জুলাই, ২০২৩ at ৬:৫৭ পূর্বাহ্ণ

নগরীর খাতুনগঞ্জের সোনা মিয়া মার্কেটের বিপরীতে নষ্ট মরিচের সাথে ক্ষতিকর রং মিশিয়ে প্রক্রিয়াজাত করার দায়ে হলুদ, মরিচ ও মসলা ভাঙানোর মিল সিলগালা করে দিয়েছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত ২০ জুন চলা ওই অভিযানে মিল মালিককে ৩ লাখ টাকা জরিমানাও করা হয়। গতকাল মিল মালিকের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি ও জরিমানা আদায় করে মিলটি খুলে দিয়েছে অধিদপ্তরের কর্মকর্তারা। এছাড়া বক্সিরবিট কাঁচাবাজারে মূল্য তালিকা না থাকায় দুটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে কোতোয়ালী থানা এলাকার দুটি ফার্মেসিকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেবনাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।

পূর্ববর্তী নিবন্ধকমপ্লেক্সের স্থান নির্বাচন নিয়ে রশি টানাটানি
পরবর্তী নিবন্ধমালিককে উচিৎ শিক্ষা দিতে বাস চুরি