মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ তিনজন নিহত

| বৃহস্পতিবার , ১৪ মার্চ, ২০২৪ at ১০:০২ পূর্বাহ্ণ

মালয়েশিয়ার পাহাং রাজ্যে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুজন ভিয়েতনামের নাগরিক। বলা হচ্ছে, নিহতরা গ্যাং সেন্ট্রো নামে একটি ডাকাত দলের সদস্য। তারা রাজ্যের কুয়ানতান জেলার জালান পেকান কুয়ানতান এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। গত ১১ মার্চ মধ্যরাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের এ ঘটনাটি ঘটে। ১২ মার্চ পুলিশ গণমাধ্যমকে জানায়। খবর বাংলানিউজের।

পুলিশ বলেছে, সেলাঙ্গর ও পাহাং জিপিএ ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগের একটি পুলিশ দল সোমবার রাতে পেকানের পাহাং রাজ্য উন্নয়ন কর্তৃপক্ষ এলাকায় অভিযান চালানোর সময় গোলাগুলির ঘটনাটি ঘটে। নিহত ডাকাত দলের সদস্য, এদের মধ্যে দুজন ভিয়েতনামিজ; একজন বাংলাদেশি। সবার বয়স ৩৬ থেকে ৪৪ বছরের মধ্যে। একটি গাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নামপরিচয় প্রকাশ করা হচ্ছে না। তারা সবাই গ্যাং সেন্ট্রো দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত বছরের জুন থেকে দলটি সেলাঙ্গর, নেগেরি সেম্বিলান, পেরাক ও পাহাংয়ের বেশ কয়েকটি সোনার দোকানে ডাকাতি ও চুরি করছিল।

পূর্ববর্তী নিবন্ধগাজা যুদ্ধে অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে : ইইউ
পরবর্তী নিবন্ধইউক্রেনে আরও ৩০০ মিলিয়ন ডলারের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র