সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস (সাফা)’র উদ্যোগে মালদ্বীপে ‘সাসটেইনএবিলিটি স্ট্যান্ডার্ডস’ শীর্ষক সাফা কনফারেন্স–২০২৩ অনুষ্ঠিত হয়। কনফারেন্সে প্যানেল আলোচক ছিলেন আইসিএমএবি’র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন এফসিএমএ, এফসিএ।
আলোচনায় ড. সেলিম বলেন, বৈশ্বিক রুপকল্প এবং লক্ষ্য যথাক্রমে ‘একবিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যত’ এবং ২০৫০ এ নেট জিরো ট্রানজিশন অর্জনে টেকসই মান এবং রিপোর্টিং এর বাস্তবায়ন ছাড়া অন্য কোনো বিকল্প নেই। মোদ্দাকথায় টেকসই মান গ্রহণ এবং সঠিক বাস্তবায়নে টেকসই ধারণাকে বোর্ড রুম থেকে ইঞ্জিন রুমে নিয়ে আসতে হবে। এই ব্যাপারে সরকার, ব্যবসা প্রতিষ্ঠান এবং স্টেকহোল্ডারগনের যার যার বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।