প্রত্যয় একাডেমির বঙ্গবন্ধুর প্রতিকৃতি আঁকা প্রতিযোগিতা

| সোমবার , ২১ আগস্ট, ২০২৩ at ১১:৪৮ পূর্বাহ্ণ

পটিয়াতে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ‘রং তুলিতে বঙ্গবন্ধু’ শিরোনামে বঙ্গবন্ধুর প্রতিকৃতি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ১৫ আগস্ট একাডেমির প্রাঙ্গণে এই আয়োজনে পটিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষার্থী অংশ নেন।

প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবির সভাপতিত্বে ও সদস্য নীহারিকা পালের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী সদস্য নাজিম উদ্দীন পারভেজ, চারুরং এর পরিচালক চিত্র শিল্পী হামেদ হাসান, চিত্রশিল্পী টিকলু দে, নজরুল ইসলাম, নয়ন দে, সাগর হোসেন, ফাহিদুর রহমান ফয়সাল, আকরাম হোসেন, প্রত্যয়ের সমন্বয়ক এমরান হোসেন রাসেল, সিনিয়র আবদুল আল মোমেন, সদস্য শিবু মল্লিক প্রমুখ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১২০ জনকে ক্রেস্ট, বই ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীরা দলীয় গান ও আবৃত্তি পরিবেশন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমালদ্বীপে সাফা কনফারেন্সে ড. সেলিমের যোগদান
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শোকসভা