মালদ্বীপে টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণ জয়

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১১ মে, ২০২২ at ১১:০৬ পূর্বাহ্ণ

মালদ্বীপে সাউথ এশিয়ান জুনিয়র অ্যান্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। হৃদয়-রামিহিমদের হাত ধরে এই প্রতিযোগিতায় এবারই প্রথম সোনা জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।

গতকাল মঙ্গলবার প্রতিযোগিতায় সোনার পদক নির্ধারণী ম্যাচে শ্রীলংকাকে ৩-২ ব্যবধানে হারায় বাংলাদেশ। দলের হয়ে খেলেন মুহুতাসিন আহমেদ হৃদয়, রামহিম লিয়ান বম ও নাফিস ইকবাল। শুরুর তিন ম্যাচে হৃদয় ১১-৯, ১৩-১১, ৯-১১, ১১-৬, রামহিম লিয়ান বম ১০-১২, ১৩-১১, ১১-৮, ১১-৬ পয়েন্টে জিতলেও নাফিস ৯-১১, ১০-১২, ৩-১১ ব্যবধানে হেরে যান। বাংলাদেশের ২-১ ব্যবধানে এগিয়ে থাকার স্বস্তি উবে যায় চতুর্থ ম্যাচে রামহিম ১১-১৩, ১১-৯, ৯-১১, ৪-১১ পয়েন্টে হেরে গেলে।

শেষ ম্যাচে শঙ্কার মেঘ হৃদয় উড়িয়ে দেন ৮-১১, ১১-৯, ১১-৯, ১১-৯ পয়েন্টের জয়ে। পাকিস্তানকে ৩-০, স্বাগতিক মালদ্বীপকে ৩-১ ব্যবধানে হারানোর পর নেপালের বিপক্ষে জমজমাট লড়াইয়ে ৩-২ সেটে জিতে ফাইনালে উঠেছিল বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় বিভাগ ফুটবল লিগের প্লে অফ ম্যাচ ২২ মে থেকে
পরবর্তী নিবন্ধ২৭ সদস্যের এইচপি স্কোয়াড ঘোষণা