তৃতীয় বিভাগ ফুটবল লিগের প্লে অফ ম্যাচ ২২ মে থেকে

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১১ মে, ২০২২ at ১১:০৬ পূর্বাহ্ণ

সিজেকেএস-সিডিএফ তৃতীয় বিভাগ ফুটবল লিগের সুপার থ্রি পর্বের প্লে অফ ম্যাচ আগামী ২২ মে থেকে এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হবে।

গত সোমবার রাতে সিডিএফ এর এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় লটারির মাধ্যমে খেলার সূচি নির্ধারিত হয়। ২২ মে খেলবে মাদারবাড়ী শোভনীয়া ক্লাব এবং সাউথ এন্ড ক্লাব। ২৪ মে খেলবে বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা এবং সাউথ এন্ড ক্লাব ।

২৬ মে মাদারবাড়ী শোভনীয়া ক্লাব এবং বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। সভায় সিদ্ধান্ত হয় নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকলে তা সরাসরি টাইব্রেকারে গড়াবে এবং খেলায় বিজয়ী দল ৩ পয়েন্ট অর্জন করবে ও বিজিত দলের পক্ষে কোন পয়েন্ট যাবে না।

সিডিএফএ সভাপতি এসএম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আনম ওয়াহিদ দুলাল, মোহা. শাহজাহান, ইয়াসিন আরাফাত পাবলু, একেএম আবদুল হান্নান আকবর, সুপার থ্রি দলসমূহের প্রতিনিধিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধআলোচিত বুবলী
পরবর্তী নিবন্ধমালদ্বীপে টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণ জয়